নয়াদিল্লিঃ ভারতীয় ট্রাফিক আইন(Traffic Rules) অনুযায়ী, হেলমেট ছাড়া বাইক(Bike) চালালে জরিমানা(Fine) আবশ্যক। কিন্তু গাড়ির(Car) সঙ্গে হেলমেটের(Helmet) কোনও সম্পর্ক নেই, আর সমস্ত সচেতন নাগরিকদের মতো তাই-ই জানতেন তুষার সাক্সেনা। কিন্তু একটি মেসেজ(Message) পেয়ে অবাক হয়ে গেলেন তিনি। উত্তর প্রদেশের রামপুর জেলার বাসিন্দা তুষার গত বছর মার্চ মাসেই গাড়ি কেনেন। সম্প্রতি পরিবহণ দফতরের তরফে একটি মেসেজ পান তিনি। যাতে তাঁকে উত্তর প্রদেশের বুদ্ধনগর জেলায় হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য ১০০০ টাকা জরিমানা করা হয়। প্রথমত, গাড়ির মালিক তুষারের দাবি তিনি কখনও সেই এলাকায় গাড়ি নিয়ে যাননি। দ্বিতীয়ত, গাড়ি চালাতে হেলমেট কেন লাগবে? এই ধরনের প্রশ্নগুলি জাগে তাঁর মনে। মেসেজটিকে খুব একটা পাত্তা দেননি তিনি। পরে একই বার্তা মেলের মাধ্যমে দেওয়া হয় তাঁকে। পরবর্তীতে পুলিশ কোর্টে এসে তাঁকে জরিমানা দিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তুষার বলেন, "ট্রাফিক আইন লঙ্ঘন করলে জরিমানা দেওয়াটা আবশ্যক। কিন্ত এখানে আমি কী করেছি? গাড়ির ভিতিরেও হেলমেট পরতে হয়? জানা নেই।" এরপরই নয়ডা ট্রাফিক পুলিশের কাছে গোটা ব্যাপারটির পুনরায় তদন্তের দাবি জানান তিনি।
হেলমেট ছাড়া গাড়ি চালানোয় জরিমানা
UP Man Fined For Driving Car Without Helmet By Noida Police https://t.co/ffKnL7UBga pic.twitter.com/RCXE3RsEL3
— NDTV (@ndtv) August 25, 2024