সম্বলপুর (ওডিশা), ৮ সেপ্টেম্বর: দেশে নয়া ভেহিক্যালস আইন (Motor Vehicles Act) চালু হওয়ার পর একটা গাড়িতে সবচেয়ে বেশি টাকা জরিমানার খবর সামনে এল। গত ৩ সেপ্টেম্বর ওডিশার ট্রাক চালক অশোক যাদব-কে পুলিশ ধরার পর পাঁচটা কেস দায়ের করে মোট ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করল। সম্বলপুর জেলায় অশোক যাদবকে করা পুলিশের সেই জরিমানার চালান এখন ভাইরাল। অশোক যাদবের গাড়ি একসঙ্গে অনেকগুলো ট্রাফিক আইন ভাঙে। যার ফলে আলাদা আলাদা আইনে মোটা জরিমানাগুলো এক হয়, তাঁকে দিতে হয় ৮৬ হাজার ৫০০ টাকা।
সম্বলপুর জেলার সড়ক অফিসার ললিত মোহন বেহরা জানান, '' অশোক যাদবের বিরুদ্ধে মোট পাঁচটি ট্রাফিক বিধিভঙ্গের প্রমাণ রয়েছে। সেগুলি হল- ১) গাড়িটি চালানোর জন্য যাদবের কাছে অনুমোদন পত্র ছিল না (জরিমানা ৫ হাজার টাকা), ২) যাদবের কাছে কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না (জরিমানা ৫ হাজার টাকা), ৩) ট্রাকটি ওভার লোড ছিল, ১৮ টনের বেশি ওজনের জিনিসপত্র নিয়ে যাওয়ার দায়ে আইন অনুযায়ী ৫৬ হাজার টাকা জরিমানা, ৪) নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি উচ্চতার জিনিস বহন করে নিয়ে যাওয়া (জরিমানা ২০ হাজার টাকা), ৫) সাধারণ ট্র্যাফিক আইন ভঙ্গ করা (৫০০ টাকা)। আরও পড়ুন-নরেন্দ্র মোদি সরকারের নতুন মোটর ভেহিক্যালস আইন চালু হচ্ছে না রাজ্যে, বিধানসভায় জানালেন শুভেন্দু অধিকারী
সব মিলিয়ে যাদবের জরিমানার পরিমান দাঁড়ায় ৮৬ হাজার ৫০০ টাকা। দেশে নয়া ভেহিক্যালস আইন চালুর পর সবচেয়ে বেশি টাকার জরিমানা আদায় ওডিশাতেই হয়েছে। আইন চালুর প্রথম চার দিনে নবীন পট্টনায়কের রাজ্যে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৮৮ লক্ষ টাকার জরিমানা আদায় হয়েছে। গত সপ্তাহে ভুবনেশ্বরে এক অটো চালকের ৪৭ হাজার ৫০০ টাকার জরিমানা হয়েছিল। কারণ সেই অটো চালকের মদ্যপ অবস্থায় ছিলেন, লাইসেন্স নেই ও অটোর বিমা সংক্রান্ত কোনও নথি ছিল না। আরও পড়ুন-চার চাকা গাড়িতেও লাগবে Helmet! হেলমেট না পরে গাড়ি চালানোয় জরিমানা ট্রাফিক পুলিশের
ক দিন আগে দিল্লির এক স্কুটার চালককে বেশ কয়েকবার সিগন্যাল ভাঙার দায়ে ২৩ হাজার টাকার জরিমানা করেছিল পুলিশ। গত পয়লা সেপ্টেম্বর থেকে নয়া ভেহিক্যালস আইন চালু হওয়ার থেকে ট্রাফিক আইন ভাঙার জন্য আগের চেয়ে ৫ গুণ থেকে ২০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। নয়া নিয়ম চালুর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাফিক আইন ভাঙার দায়ে মোটা জরিমানার খবর আসছে।