![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/11/UP-Bus-Accident-380x214.jpg)
উত্তরপ্রদেশ: বুধবার সকালে বাহরাইচের জারওয়াল এলাকায় একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই একটি রোডওয়েজ বাসকে পাশ থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই ৬ জন মারা যায়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের লখনউ ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের মতে ভোর সাড়ে ৪টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দ্রুতগামী ট্রাকটি পাশ থেকে বাসটিকে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে।
Bahraich, Uttar Pradesh | Six people died and 15 injured in a collision between a Roadways bus and a truck in Tappe Sipah, Bahraich, confirms SHO Rajesh Singh. The injured have been sent to a hospital. The cause of the accident is yet to be ascertained. Police present at the spot pic.twitter.com/A5MPOomd05
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 30, 2022
বাহরাইচে বাস-ট্রাকের সংঘর্ষে মৃতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ডিএম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি।
UP CM Yogi Adityanath condoles the demise of people in the bus-truck collision today in Bahraich. He has directed the DM and senior Police officials to reach the spot at the earliest. He has also directed that proper medical treatment of the injured be done.
(File photo) pic.twitter.com/7skxLpaUUD
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 30, 2022