গাজিয়াবাদ, ১ ফেব্রুয়ারিঃ গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে হঠাৎই আগুন লেগে গেল। যার জেরে শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে সাংঘাতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ট্রাকের আগুন একটার পর একটা গ্যাস সিলিন্ডারকে গ্রাস করে। লাগাতার সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে শুরু করে।
ভোররাতে দিল্লি-ওয়াজিরাবাদ রোডের ভোপুরা চকে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লেগে কেলেঙ্কারি কাণ্ড বাধল। সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেল কয়েক কিলোমিটার দূর পর্যন্ত। ভোররাত সাড়ে ৩টের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। লাগাতার সিলিন্ডার বিস্ফোরণের জেরে ট্রাকের কাছে যাওয়া সম্ভব হয়নি কর্মীদের। ফলে দূর থেকেই চলে আগুন নেভানোর কাজ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে কোন প্রাণহানি হয়নি বলেই নিশ্চিত করেছেন এক দমকল আধিকারিক। অগ্নিকাণ্ডের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে ট্রাকের আগুন। ধোঁয়া গ্রাস করেছে গোটা এলাকা।
দাউদাউ করে জ্বলছে ট্রাকের আগুনঃ
#WATCH | Ghaziabad, UP: Firefighting operations are underway after a massive fire broke out in a truck loaded with gas cylinders near Bhopura Chowk pic.twitter.com/OajgPgxcrA
— ANI (@ANI) February 1, 2025
তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিস্ফোরিত সিলিন্ডারের আগুন কাছের একটি কাঠের গুদামকে ক্ষতিগ্রস্ত করেছে। একটি বাড়িতেও আগুন ধরে গিয়েছিল। আর এক বাসিন্দা জানাচ্ছেন, পাশের হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের জেরে হোটেলের কাঁচ ভেঙে গিয়েছে। এই ঘটনার জেরে তুমুল আতঙ্কে এলাকাবাসী।