Uttar Pradesh Speeding Car Crashes Into College Wall, Groom Among 8 Killed (Photo Credits: X)

সম্ভাল, ৫ জুলাইঃ বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন বর। ধুমধাম করে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবক। কিন্তু বিয়ে করা আর হল না তাঁর। পথেই মর্মান্তিক দুর্ঘটনার বলি হবু বর-সহ মোট ৮ জন। শুক্রবার, ৪ জুলাই সন্ধ্যায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভাল (Sambhal) জেলার জেভানাই গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, দ্রুত গতির বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কলেজের দেওয়ালে গিয়ে সোজা ধাক্কা মারে। গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন মোট ৮ জন। নিহতদের মধ্যে রয়েছেন হবু বর সুরজ (২৪)।

আরও পড়ুনঃ  আগুন জ্বলতে থাকা শপিংমলের লিফটে আটকে যুবক, উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই মৃত্যু

বিয়ে করতে যাওয়ার পথে বলি হবু বর

দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে বরকে নিয়ে মোট দশজন যাত্রী ছিলেন। সম্ভালের হর গোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বুদাউন জেলার সির্তৌলে কনের বাড়ি যাচ্ছিল বরযাত্রী। পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বরের গাড়ি। বিয়ে বাড়ির আনন্দ উল্লাস মুহূর্তে শোক গ্রাস করল। দ্রুত গতির বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা খেয়ে উলটে যায়। দুর্ঘটনাস্থলেই মারা যান ৫ জন। তাঁদের মধ্যে ছিলে হবু বর সুরজও। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তিনজনের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্যে আলিগড়ের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনায় হবু বর-সহ ৮ জনের মৃত্যু

সম্ভালের এসপি কে কে বিষ্ণোই জানাচ্ছেন, সন্ধ্যা সাড়ে ৭টা নাদাগ দুর্ঘটনার খবর আসে থানায়। ততক্ষণ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেসিবির সাহায্যে উলটে যাওয়া গাড়িটি সোজা করে। এরপরেই চলে উদ্ধারকাজ। দুর্ঘটনার জন্যে প্রাথমিকভাবে চালকের গাফিলতিকেই চিহ্নিত করছে পুলিশ। তবে গোটা বিষয়টিই তদন্তসাপেক্ষ।