Fire Broke Out at Vishal Mega Mart (Photo Credits: X)

নয়াদিল্লি, ৫ জুনঃ শুক্রবার সন্ধ্যায় বিশাল মেগামার্টে অগ্নিকাণ্ডের (Vishal Mega Mart Fire) ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আগুন জ্বলতে থাকা শপিংমলের লিফটে আটকা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ৪ জুলাই, শুক্রবার দিল্লির কারোলবাগ (Karol Bagh) এলাকায় অবস্থিত বিশাল মেগা মার্টে আচমকাই আগুন লেগে যায়। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন দ্রুত গোটা শপিংমলে ছড়িয়ে পড়তে শুরু করে।

প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যায় শপিংমলে ক্রেতাদের ভিড় ছিল। যে যার মতো জিনিসপত্র দেখছিলেন, কেনাকাটি করছিলেন। এমন সময়ে আগুন আগুন বলে চিৎকার। প্রাণ হাতে নিয়ে হন্তদন্ত করে বিশাল থেকে বেরিয়ে আসতে শুরু করেন ক্রেতা-বিক্রেতা সকলে। আতঙ্কের জেরে হুড়োহুড়ি কাণ্ড বেধে যায়। প্রাথমিকভাবে শপিংমলের অভ্যন্তরীণ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হলেও, তা কাজে আসেনি। কারণ আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পুড়তে শুরু করে জামা কাপড়, জিনিসপত্র। লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র গিলে খেয়েছে বিধ্বংসী আগুন।

বিশাল মেগামার্টে অগ্নিকাণ্ডঃ

শপিংমলের আগুন নেভাতে ১৩টি দমকলের ইঙ্গিন ঘটনাস্থলে পৌঁছয়। রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে এসেছে সেই আগুন। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির কারোলবাগ এলাকায় বিশাল মেগা মার্টের একটি শোরুমে আগুন লাগার পর লিফটের ভিতরে থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। আগুন জ্বলতে থাকা শপিংমলের লিফটের মধ্যে আটকা পড়েছিলেন ওই যুবক। বের হতে পারেননি তিনি। নিহত ব্যক্তির নাম কুমার ধীরেন্দ্র প্রতাপ। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ, দমকল এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীর দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আর সেই সময়েই লিফটের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ধীরেন্দ্রর দেহ।