লখনউ: বৃহস্পতিবার সকালেই প্রাক্তন সাংসদ আতিক আহমেদের (Former MP Atiq Ahmed) ছেলে আসাদকে (Asad) এক সঙ্গী-সহ ঝাঁসিতে (Jhansi) এনকাউন্টার (Encounter) করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Uttar Pradesh Special Task Force)। এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রশংসা (Hailed) করে বিষয়টিকে অপরাধীদের (criminals) জন্য একটা বার্তা বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Uttar Pradesh Deputy Chief Minister Keshav Prasad Maurya)।
এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, "আমি উত্তরপ্রদেশের এসটিএফকে এই ঘটনার জন্য অভিনন্দন (Congratulate) জানাতে চাই। আসাদ ও তার সঙ্গী গুলাম পুলিশের উপর গুলি চালানোর (Fired) পরেই পুলিশ পাল্টা তাদের উপর গুলি চালায়।"
এপ্রসঙ্গে অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী আরও বলেন, "এই ঘটনা অপরাধীদের জন্য একটা বার্তা যে এটা নতুন ভারত। আরও উত্তরপ্রদেশে যোগীর সরকার চলছে। এখন সমাজবাদী পার্টি ক্ষমতায় নেই যে অপরাধীদের সুরক্ষা দেবে।"
এর আগে একটা টুইটে কেশব প্রসাদ মৌর্য উল্লেখ করেছিলেন, "উমেশ পাল ও পুলিশ কর্মীদের খুনিরা তাদের যোগ্য জায়গায় পৌঁছে গেছে। ইউপি এসটিএফকে অভিনন্দন। আইনজীবী উমেশ পাল ও পুলিশকর্মীদের খুনিদের এটাই প্রাপ্য ছিল।"
"Message to criminals..." Keshav Prasad Maurya hails UP STF on police encounter of Atiq Ahmed's son
Read @ANI Story | https://t.co/uGReIA6g5R
#KeshavPrasadMaurya #UP #AtiqAhmed pic.twitter.com/pgMJpGFcdx
— ANI Digital (@ani_digital) April 13, 2023