লখনউ, ১৪ মার্চ: বিয়ের আসরে তুলকালাম। বিয়ের আসরে বরের মুখে সিনেমার ডায়লগ শুনে সাতপাকে বাঁধা পড়বেন না বলে সিদ্ধান্ত নেন কনে। উত্তরপ্রদেশের মউ জেলায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মউতে এক ব্যক্তি বিয়ে করতে এলে, আচমকাই তিনি মঞ্চে উঠে পড়েন। সেখানে 'আশিক ভি হু, কাতিল ভি হু' বলে সিনেমার ডায়লগ বলতে শোনা যায় বরকে। বরের কীর্তি দেখে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন কনে। যা শুনে বর বলতে শুরু করেন, বিয়ের পর মৃত্যুর আগে পর্যন্ত তিনি স্ত্রীর সমস্ত আবদার পূরণ করবেন। কনে বিয়েতে অস্বীকার করলে, বরপক্ষের সঙ্গে কনেপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছে যায়।
তবে পুলিশ (Police) গিয়েও সমস্যার সমাধান করতে পারেনি। কনে বিয়ে করবেন না বলে জোর গলায় জানিয়ে দেন। বরের মাথর ঠিক নেই। তার জন্যই তিনি ওই ধরনের মন্তব্য শুরু করেন বলে দাবি করেন কনের বাবা।
मामला मऊ ज़िले का है। बॉलीवुड के कर्रे वाले फ़ैन ये जनाब दूल्हे राजा हैं। सबकुछ ठीक चल रहा था कि अचानक स्टेज पर भाई ने जलवा बिखेर दिया। फिर क्या था, मामला गड़बड़ा गया। पुलिस ने बहुत कोशिश की लेकिन फ़िलहाल बात बनी नहीं है। pic.twitter.com/ndDEZV6LEQ
— SANJAY TRIPATHI (@sanjayjourno) March 13, 2023