ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি: ভারতের সঙ্গে বড় কোনও ব্যবসা চুক্তি করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী নভেম্বর মাসে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। তাই ভারতের সঙ্গে ব্যবসা চুক্তি করা নিয়ে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তিনি। হলে বড়সড় কোনও ব্যবসা চুক্তি হবে বলে জানান ট্রাম্প। আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি দেশে আসছেন তিনি। তার জন্য ঢালাও আয়োজনে মেতেছে গুজরাত। একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন,"আমাদের ভারতের সঙ্গে একটা ব্যবসা চুক্তি হতে পরে। কিন্তু সেটা এই মুহূর্তে না করে পরেই করতে চাইছি।"
ভারত সফরের আগেই কোনও চুক্তি করবেন না, যা করবেন তা পরেই বলে আশ্বাস দিয়েছেন তিনি। জানা গেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার, ভারতের সাথে বাণিজ্য আলোচনার এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্ত, ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে ট্রাম্প আরও বলেছেন,"ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রাখে নি।" তবুও নরেন্দ্র মোদির প্রশংসা করে আগামী ব্যবসা চুক্তি নিয়ে তিনি আশাবাদী। আরও পড়ুন, ভারতে পা দিলে ডোনাল্ড ট্রাম্পকে খাদি কাপড়-চরকা উপহার দেবে সবরমতী আশ্রম
ট্রাম্প জানিয়েছেন,"মোদি জানিয়েছেন বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত থাকবেন। হাতে মাত্র আর ৫টা দিন। তারপরেই ভারতে পা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump India Visit)। তাই তার আপ্যায়নে আদা-জল খেয়ে লেগে পড়েছে গুজরাত সরকার। তাঁর আপ্যায়নে ঢাকা হচ্ছে বস্তি। শিকেয় তোলা হচ্ছে পানের দোকান (Pan Shops)। আর এবার তাঁকে আপ্যায়ন জানাতে তাঁকে খাদি কাপড় থেকে চরকা উপহার দেওয়ার কথা ভাবল সবরমতী আশ্রম (Sabarmati Ashram)।
আজ মঙ্গলবার আশ্রমের কর্ণধার অতুল পাণ্ড্য (Atul Pandya) এএনআইকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, সবরমতী আশ্রম থেকে ট্রাম্পকে কিছু খাদি কাপড়, অঙ্কন চিত্র এবং চরকা উপহার হিসেবে দেওয়ার কথা ভাবা হচ্ছে। মাত্র ৩ ঘণ্টার জন্য আহমেদাবাদ (Ahmedabad) সফরে যাবেন। তাঁকে স্বাগত জানানোর জন্যে যেভাবে সেজে উঠছে আমেদাবাদ, তাতে একবারের জন্যেও মনে হবে না রাজ্য সরকারের রাজস্বে কোনও ঘাটতি রয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে যে ভাবে সাজিয়ে তোলা হচ্ছে আহমেদাবাদকে, তার জন্য আনুমানিক খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।