প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ মিরাটের(Meerut) প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না নগদ চুরি তদন্তে নেমে বিস্ফোরক তথ্য উঠে এল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মিরাটের বস্ত্র ব্যবসায়ী পীযূষ মিত্তলের বাড়িতে অভিযোগ, তাঁর বাড়ি থেকে খোয়া যায় ৫০ হাজার টাকা প্রায় ৩০ লক্ষ টাকার গয়না তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সিসিটিভি ফুটেজেই ফুটে ওঠে গোটা ঘটনা দেখা যায় বাড়ির থেকে গয়না টাকা চুরি করছেন ব্যবসায়ীর স্ত্রী পূজা মিত্তল এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি জানান, সম্প্রতি কিডিনির সমস্যায় ভুগছেন তাঁর ভাই চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন আর সেই প্রয়োজন মেটাতেই স্বামীর বাড়িতে চুরির পরিকল্পনা করেন তিনি স্থানীয় সূত্রে খবর, এটি পীযূষের তৃতীয় বিয়ে স্ত্রী পূজার পরিবার অর্থনৈতিক দিক থেকে পীযূষের থেকে অনেকটাই পিছিয়ে। অন্যদিকে এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা রুজু করেছে স্বামী। সেই অভিযোগের ভিত্তিকে পূজা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। 

ভাইয়ের চিকিৎসার প্রয়োজনে ধনী স্বামীর বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা চুরি স্ত্রীর