নয়াদিল্লিঃ কন্যাসন্তান (Baby Girl) জন্ম দেওয়ায় খুন(Murder) হতে হল মহিলাকে। বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মহিলার স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ধামপুরের গজরৌলা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রুবি চৌহান। বয়স ২৫। ২০২৩ সালে গজরৌলা গ্রামের মুকুল চৌহানের সঙ্গে বিয়ে হয় তাঁর। মাত্র ১৫ দিন আগে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন রুবি। কিন্তু মেয়ে হওয়ায় খুশি ছিলেন না শ্বশুরবাড়ির সদস্যরা।
বিয়ের পর থেকেই অত্যাচার, মেয়ের জন্ম দিয়ে খুন হতে হল তরুণীকে
যদিও রুবির বাবা-মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত জামাই ও তার পরিবার। প্রায় দিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে রুবিকে মারধর করত মুকুলে এমনটাও জানিয়েছেন মৃতার বাবা। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় মেয়েকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ এনেছেন রুবির বাবা। শুধু তাই নয়, রুবির মৃত্যুর পর কাউকে কিছু না জানিয়ে দেহ মাটিতে পুঁতে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর সোমবার পুলিশের দ্বারস্থ হয় রুবির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে মুকুল এবং তার মা-কে গ্রেফতার করে পুলিশ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুন মহিলা, গ্রেফতার স্বামী ও শাশুড়ি
UP Woman 'Murdered And Cremated' 15 Days After Giving Birth To Girl https://t.co/Zyd9686dPh pic.twitter.com/4Hxw3BCHVy
— NDTV (@ndtv) July 29, 2025