Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ প্রেমিকের (Boyfriend) সঙ্গে মিলে স্বামীকে খুন। যোগীরাজ্যে হাড়হিম করা ঘটনা।খুন করে দেহ ফেলা হল ২৫ কিলোমিটার দূরে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম নেহা। তার প্রেমিকের নাম জিতেন্দ্র। ইতিমধ্যেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পরিকল্পনামাফিক স্বামী নাগেশ্বরকে অতিরক্ত মদ্যপান করানো হয়। এরপর ধারাল অস্ত্র দিয়ে খুন করে বাইকে করে দেহ নিয়ে যাওয়া হয় ২৫ কিলোমিটার দূরে। অভিযোগ, দেহ লোপাট করতে সন্তানকে নিয়েই যায় নেহা। বাইক চালাচ্ছিল জিতেন্দ্র। এরপর স্বামীর দেহ রাস্তার পাশে ফেলে পালায় নেহা। এরপর মুম্বইয়ে যাওয়ার পরিকল্পনা করে তারা। পরে ফোনের লোকেশন ট্র্যাক করে আটক করা হয় তাদের। শনিবার সকালে নাগেশ্বরের দেহ উদ্ধারের পরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে জানা যায়, আগে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছিল নাগেশ্বর।

পরকীয়া সন্দেহে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক