UP panchayat polls: খাইয়েদাইয়ে ভোট, যোগী রাজ্যে উদ্ধার কয়েক কুইন্ট্যাল জিলিপি, সিঙাড়া
উন্নাও থেকে উদ্ধার কয়েক কুইন্ট্যাল জিলিপি

উন্নাও, ১১ এপ্রিল : ভোটারদের (UP panchayat polls) খাওয়ানোর জন্য ২ কুইন্ট্যাল জিলিপি এবং ১০৫০টি সিঙাড়া এনে জড়ো করা হয়েছিল হাসানগঞ্জে। যে খবর পাওয়ার পরই পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে সিঙাড়া (Samosa), জিলিপির পাশাপাশি ময়দা, ঘি, গ্যাসের সিলিন্ডার সব উদ্ধার করে। কি অবাক লাগছে শুনে?

এমনই একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশের (UP) উন্নাওয়ের হাসানগঞ্জে। সেখানে গ্রাম পঞ্চায়েত ভোটের জন্য হাসানগঞ্জের এক প্রার্থীর বাড়িতে খাবারদাবার সব জড়ো করা হয় হয়। নির্বাচনী বিধি ভঙের অভিযোগে এরপরহাসানগঞ্জের ওই প্রার্থীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিভন্ন ধরনের  খাবারদাবার। পাশাপাশি পুলিশ ওই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে খবর।

আরও পড়ুন :  COVID 19 : করোনা ঠেকাতে সাপ্তাহিক লকডাউন, যেন মরুভূমির চেহারা নিল মুম্বই

প্রসঙ্গত আগামী ১৫ এপ্রিল থেকে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ভোটের আগে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। সেই নির্বাচনী বিধি ভঙ্গ করে কীভাবে ভোটারদের জন্য জিলিপি এবং সামোসার ব্যবস্থা করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।