মুম্বই, ১১ এপ্রিল : বাড়ছে করোনার গ্রাস। সংক্রমণ ঠেকাতে মুম্বইতে (Mumbai) সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। সেই অনুযায়ী, রবিবার মুম্বই জুড়ে দেখা গেল এক অন্য ছবি।
রবিবার সকালে ব্যস্ত মুম্বই শহর যেন মরুভূমির চেহারা নেয়। করোনার (Corona) গ্রাস এড়াতে মুম্বই শহরের মানুষ যে বদ্ধপরিকর, রবিবার আসতেই স্পষ্ট হয়ে গেল সেই ছবি। মুম্বইতে সিএসটি স্টেশনের (CST) আসপাশের এলাকাকে যেন ঘিরে ধরে নিস্তব্ধতা।
দেখুন...
#COVID19 | Streets in Mumbai wear a deserted look as weekend lockdown has been imposed in the city to contain the pandemic
Visuals from near CST station pic.twitter.com/A5Drs0rjYw
— ANI (@ANI) April 11, 2021
এদিকে মুম্বইয়ের পাশাপাশি দিল্লি, পাঞ্জাব-সহ একাধিক এলাকায় করোনা সংক্রমণ ঠেকাতে রাত্রিকালীন কারফিউয়ের ব্যবস্থা করা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউ রোধ করতে সম্পূর্ণ লকডাউনের (Lockdown) রাস্তায় না হেঁটে কোথাও সাপ্তাহিক লকডাউন এবং কোথাও নাইট কারফিউয়ের বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। করোনার দ্বিতীয় পর্যায়ের থাবা যাতে আর বড় না হতে পারে, তার জন্য রাজ্যগুলিকে উপযুক্ত পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।