ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১০ এপ্রিল : মাথাভাঙায় নিহত ৪ জন তৃণমূল কংগ্রেসের কর্মী (TMC)। এমনই দাবি করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। মাথাভাঙার ওই ঘটনার পর যখন জোর শোরগোল শুরু হয় গোটা রাজ্য জুড়ে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাবেন বলে ঘোষণা করেন।

তৃণমূল কংগ্রেস নেত্রীর তরফে জানা যায়, মাথাভাঙার যেখানে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে ৪ জনের মৃত্যু হয়, সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মাথাভাঙার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পদত্যাগও দাবি করেন মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : শীতলকুচিতে নিহত ৪ তৃণমূলের কর্মী, দাবি জোড়াফুল শিবিরের

অন্যদিকে শীতলকুচি এবং মাথাভাঙার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্রীয় বাহিনী কেন গুলি চালাচ্ছে? সাধারণ ভোটারদের উপর গুলি চালানোর অধিকার বাহিনীকে কে দিয়েছে? ষড়যন্ত্র করেই ওই ঘটনা ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ষড়যন্ত্রের বাইরে নন বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সাধারণ ভোটারদের উপর প্রভাব ফেলতেই ওই ধরনের কার্যকলাপ হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন সৌগত রায়।