Representative Image (Photo: IANS)

ফিরোজাবাদ, ২ সেপ্টেম্বর: ফলোয়ারের (Followers) সংখ্যা বাড়াতে এক ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে (Facebook Account) স্ত্রীর স্নানের ছবি আপলোড করে দিলেন। স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করলে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদ জেলার জাসরানাতেও। পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করেছে।

অভিযোগ, মহিলার স্বামী দিল্লির উত্তম নগরে থাকেন এবং একটি সার্কাসে কাজ করেন। তিনি সোশাল মিডিয়া আসক্ত। মহিলা জানিয়েছেন যে তিনি প্রায়শই ভিডিও কলের মাধ্যমে তাঁর স্বামীর সঙ্গে কথা বলতেন। একদিন স্নান করার সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, সেই ভিডিও কলটি স্বামী রেকর্ড করেন ও ফেসবুক অ্যাকাউন্টে ছবি আপলোড করে দেন। বিষয়টি জানতে পেরেই তিনি স্বামীকে এই বিষয়ে জানতে চান। জবাবে ওই ব্যক্তি বলেছিলেন যে তিনি ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্যই এটা করেছিলেন। অভিযোগ, ভিডিও ডিলিট করে দিতে বললেও তিনি তা করেননি। আরও পড়ুন: INS Vikrant Commissioning: ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু, কমিশন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্থানীয় পুলিশ সুপার রণবিজয় সিং বলেছেন যে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং দম্পতিকে শীঘ্রই বয়ান রেকর্ড করার জন্য থানায় তলব করা হবে। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।