Cross-Border Love: ফেসবুকে প্রেম, পাকিস্তানি তরুণীকে বিয়ে করে দেশে ফিরছেন উত্তর প্রদেশের যুবক
Representational Image

ফারুকাবাদ, ২১ জুন:  প্রেমের কোনও দেশ কাল ভেদ হয় না, ফের প্রমাণিত হল। ফেসবুকের মাধ্যমে পাকিস্তানি তরুণীর প্রেমে (Marries Pakistani Girl) পড়লেন উত্তর প্রদেশের ফারুকাবাদের জারদৌসি শিল্পী বছর ২৩ এর মহম্মদ জামাল। ফেসবুকে প্রথমে বন্ধুত্ব পরে প্রেমের বহিঃপ্রকাশ। ততদিনে জামাল জানতে পেরেছেন, তাঁর প্রেমিকা পাকিস্তানি। আরও পড়ুন-Viral Video: প্যারিসের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান লাইট শোয়ে জনি ডেপের মুখ, ভাইরাল ভিডিও

এই তথ্য জেনেও পিছিয়ে আসেননি ওই যুবক। বরং দুজনের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রেমিকা বিয়েতে মত দিলে জুনের প্রথম দিকে বিয়ে করতে পাকিস্তানে যান জামাল। গত ১৭ জুন তাঁদের বিয়ে হয়।

জামালের বাবা আলিমুদ্দিন জানিয়েছেন, তাঁরা এখন বর-কনের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। নবদম্পতি ফুরলেই হবে বৌভাতের অনুষ্ঠান। বর-কনেকে সমস্ত রকমের সহযোগিতার জন্য প্রস্তুত ফারুকাবাদ প্রশাসনও। পাকিস্তানি কনে প্রথমে এক বছরের অস্থায়ী ভিসা পাবেন। পরে সেই ভিসা তিন বছরের জন্য বাড়ানো যাবে। এই সময়সীমার মধ্যে নববধূ চাইলে বিশেষ বিবাহ আইনের অধীনে নাগরিকত্বের আবেদন জানাতে পারবেন।