Unnao Rape Survivor Death: উন্নাও নির্যাতিতার মৃত্যুতে 'মর্মাহত' উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিচারের আশ্বাস
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ File Image | (Photo Credits: PTI)

লখনৌ, ৭ ডিসেম্বর: গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশ উন্নাওয়ের অগ্নিদগ্ধ ধর্ষিতা। একবছর আগে তাঁকে ধর্ষণ করা হয়, বিচার চাইতে গেলে দু' দিন আগে তাঁর গায়ে আগুন লাগায় অভিযুক্তরা। মরিয়া চেষ্টার পর বাঁচানো সম্ভব হয়নি নির্যাতিতাকে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) আজ জানান এই ঘটনায় তিনি মর্মাহত। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করে দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার আশ্বাস দেন।

ANI সূত্রে খবর, “এর থেকে নৃশংস ঘটনা আর হতে পারে না। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ফাস্ট ট্র্যাক আদালতে অভিযুক্তদের বিচার হবে" বলে জানান। আজ তাঁর পোস্ট মোর্টেম হওয়ার কথা। তারপর যাবতীয় কাগজপত্র উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশকে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধু যোগী আদিত্যনাথ নয় , উপমুখ্যমন্ত্রীও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। অগ্নিদগ্ধ হওয়ার পর দু' দিন ধরে চলে নির্যাতিতাকে বাঁচানোর লড়াই। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার রাত ১১.৪০ নাগাদ সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু (Dies) হয় উন্নাওয়ের (Unnao) নির্যাতিতার। এক বছর আগে ধর্ষণ হওয়া নির্যাতিতা (Victim) বিচার চাইতে গেলে দু’দিন আগে প্রকাশ্যে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় দিল্লির (Delhi) সফদরজঙ্গ হাসপাতালে (Safdarjung Hospital) ভর্তি করা হয়। আরও পড়ুন,  লড়াই শেষ! হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অগ্নিদগ্ধ উন্নাও ধর্ষিতার

নির্যাতিতা রাত ১১.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন বলে জানান হাসপাতালের ‘বার্ন ও প্লাস্টিক’ ডিপার্টমেন্টের প্রধান চিকিত্সক শলভ কুমার। শেষমেশ ১১.৪০-এ তাঁর মৃত্যু হয়। নির্যাতিতা পুলিশকে বয়ান দিয়ে জানিয়েছেন, রায়বেরেলি (Rae Bareli) যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ স্টেশন পৌঁছন তিনি। এ দিন ধর্ষণ মামলার শুনানি ছিল। সেখানেই তাঁকে ধাওয়া করেছিল পাঁচ দুষ্কৃতী। যার মধ্যে ধর্ষণে ২ অভিযুক্ত শিবম ত্রিবেদী (Shivam Trivedi) এবং শুভম ত্রিবেদীও (Shubham Trivedi) ছিল।