শুক্রবার নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে হয়েছে ৪১। আহত বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার তাঁদের সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাডসে। সঙ্গে ছিলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। আহতদের চিকিৎসা কাঠমান্ডুর একটি হাসপাতালে হচ্ছে। নেপালের মন্ত্রী এদিন জানান, দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা এখানে ভালোই হচ্ছে। তাঁদের স্বাস্থ্যের প্রতি নজর রেখেছেন আমাদের চিকিৎসকরা। ভারতীয় মন্ত্রী এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, সেই সঙ্গে আহত আমাদের থেকে স্বাস্থ্য সম্পর্কিত আপডেটও নিয়েছে। এমনকী তিনি চিকিৎসক ও আহতদের সঙ্গেও কথা বলেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার উত্তরপ্রদেশ থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবোঝাই বাস তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে উল্টে যায়। ওই বাসে প্রায় ২৭ জন ভারতীয় যাত্রা করছিলেন। শনিবার ২৪ জন মৃতদেহ ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। যাদের মধ্যে বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা ছিল। কীভাবে বাসটি খাদে পড়ে গেল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নেপাল প্রশাসন। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা দেহগুলি নাসিকে ফিরেয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ঘটনাটির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুঃখপ্রকাশ করেছিলেন।
#WATCH | Nepal bus accident: Union Minister Raksha Khadse and Nepal Home Minister Ramesh Lekhak visited the Hospital in Kathmandu and met the injured
At least 27 Indians, all from Maharashtra, who were visiting Nepal, were killed and 16 others injured after the bus they were… pic.twitter.com/aXjG8Gt2s7
— ANI (@ANI) August 24, 2024