Photo Credits: ANI

কচ্ছ: ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biporjoy) ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে গুজরাটের (Gujarat) কিছু এলাকা। শনিবার সেখানে গিয়ে সাধারণ মানুষ (people) ও উদ্ধার কাজে নিযুক্ত এনডিআরএফ সদস্যদের (NDRF personnel) সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। ঘুরে দেখলেন বিপর্যস্ত এলাকা ও উদ্ধার কাজ।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে শনিবার দুপুরে দুটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তার একটিতে দেখা যাচ্ছে, গুজরাটের কচ্ছ জেলায় (Kachchh district) উদ্ধার কাজে নিযুক্ত এনডিআরএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কাজের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দেখুন ভিডিয়ো: 

অন্যটিতে দেখা যাচ্ছে মান্ডবীর (Mandvi) কাথদা গ্রামে (Kathda village) গিয়ে সেখানকার মানুষদের হালচাল সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছেন অমিত শাহ। আরও পড়ুন: Raghav Chadha Attack BJP: অবিজেপি শাসিত রাজ্যে রাজ্যপাল বা উপ-রাজ্যপালের মাধ্যমে নির্বাচিত সরকারের অধিকার কাড়ছে কেন্দ্র, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন রাঘব চাড্ডা

দেখুন ভিডিয়ো: