PM Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয়  অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman) ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। প্রগতিশীল এবং জনমুখী বাজেট পেশের জন্য নির্মলা সীতারামণকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বুধবার সাধারণ বাজেট নিয়ে তিনি আলোচনা করবেন বলেও জানান প্রধানমন্ত্রী। এই বাজেটের মাধ্যমে দেশের যুব সম্প্রদায় অনেক সুযোগ সুবিধা পাবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর মোদী বলেন, দেশের মানুষকে অনেক বেশি সুযোগ সুবিধা অনে দেবে এবারের বাজেট। পাশাপাশি ভারতের অর্থনীতিকেও শক্তিশালী করবে এই বাজেট। দেশে অনেক বেশি বিনিয়োগ, অনেক চাকরি, সর্বক্ষেত্রেই এবারের বাজেটের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন:  Union Budget 2022: এবারের বাজেটে কী সস্তা হল, দাম বাড়ল কীসের দেখুন

প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে যে ঘোষণা করা হয়েছে, সেখানে প্রত্যেকটি গরীব পরিবার যেমন মাথার উপর ছাদ পাবেন, তেমনি পরিশ্রুত পানীয় জল, গ্যাস সব পাবেন। গরীবের দিকে তাকিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে বলেও জানান প্রধামন্ত্রী।