UPS by central Government (Photo Credit: X@sansad_tv)

কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্যে উইনিফায়েড পেনশন প্রকল্প (UPS)আজ থেকে কার্যকর হতে চলেছে। জাতীয় পেনশন প্রকল্প (NPS) এর বিকল্প হিসেবে কেন্দ্র এই উইনিফায়েড পেনশন প্রকল্প চালু করে গত অগস্ট মাসে। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA) সম্প্রতি UPS কার্যকর করার জন্যে বিভিন্ন নির্দেশিকা জারি করে।

কেন্দ্রীয় সরকারী কর্মীদের তিনটি শ্রেণী এর আওতাভুক্ত হবেন।

  • প্রথম হল পয়লা এপ্রিল ২০২৫ এ যারা কেন্দ্র সরকারী দপ্তরে কর্মরত এবং যারা NPS এর আওতায় আছেন।
  • দ্বিতীয় শ্রেণী হল পয়লা এপ্রিল ২০২৫ বা তার পরে কাজে যোগ দেবেন, সেই সব নব নিযুক্তরা ।
  • তৃতীয় ক্ষেত্রে হল সেই সব কর্মী যারা NPS এর আওতায় ছিলেন, এবং মার্চের ৩১ তারিখ বা তার আগে অবসর গ্রহন করেছেন, তা নিয়ম মাফিক ভাবেই হোক বা স্বেচ্ছা অবসর প্রকল্পের আওতায়।প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মী, এই প্রকল্পের ফলে উপকৃত হবেন।
  • ২০০৪ এর পয়লা জানুয়ারি বা তার পরে যারা চাকরি তে যোগ দিয়েছেন, তাঁরা এই উইনিফায়েড পেনশন প্রকল্পে যোগ দিতে পারবেন। এ ছাড়াও যারা বর্তমানে জাতীয় পেনশন প্রকল্প এন পি এস এ আছেন,তাঁরাও ভবিষ্যতে UPS এ যোগ দিতে পারবেন। এর আওতায় ন্যুনতম ১০ বছরের কর্মজীবন শেসে অবসর গ্রহনের পরে অন্তত ১০ হাজার টাকা পেনশন সুনিশ্চিত হবে।