বেঙ্গালুরু থেকে মালয়েশিয়ায় উড়ে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিল ২৩ বছরের কৌশক সুরাজ পাতিল। কুয়ালালামপুরে স্কলারশিপ পেয়ে পড়তে যাওয়া ছাত্র কৌশিক এয়ার এশিয়ার বিমান ধরার আগে জানতে পারে তার কাছে ২০ কেজি অতিরিক্ত লাগেজ আছে। কৌশিক জানায় সে ওয়েবসাইটে দেখে, ১৫ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বিমানে বিনামূল্য তোলা যায়। তার বেশী হলে প্রতি কেজিতে অতিরিক্ত মাশুল হিসেবে দিতে হয় ৫০০ টাকা করে। কিন্তু সেই ছাত্রের দাবি এয়ার এশিয়া সব হিসেবে করে অতিরিক্ত লাগেজের দন্য সেই ছাত্রের থেকে প্রতি কেজিতে ২ হাজার টাকা দাবি করে। কিন্তু তার কাছে সেই বিল দেওয়ার মত অত টাকা ছিল না।

এরপর সেই ছাত্র তাঁর ব্যাগ থেকে সব জামাকাপড় ও খাবার বিমানবন্দরে ফেলে দেয়। অতিরিক্ত ১৫ কিলো ওজনের জামাকাপড় ও খাবার ফেলে সে মালয়েশিয়ার বিমান ধরে উড়ে যায়। মালয়েশিয়ার কুয়ালালমপুরের পেরাক বিশ্ববিদ্য়ালয়ে স্কলারশিপ পেয়ে সে পড়তে যায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র কৌশক। আরও পড়ুন-

সান ডিয়াগোতে নৌকাডুবি, মৃত ৮

এয়ার এশিয়া কর্তৃপক্ষ জানায়, দেশীয় বিমানের ক্ষেত্রে প্রতি কেজিতে অতিরিক্ত লাগেজের জন্য ৫০০ টাকা করে নেওয়া হয়। কিন্তু কৌশক পাতিল আন্তর্জাতিক বিমানে সফর করছিল, তাই সেখানে নিয়ম মেনেই তাঁর কাছ থেকে ২ হাজার টাকা করে চাওয়া হয়।