Udaipur Killing (Photo Credit: ANI/Twitter)

জয়পুর, ২৮ জুন:  উদয়পুরের (Udaipur) দর্জি কানাইয়ালালের মৃত্যুর ঘটনায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। কানাইয়ালালের হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে, তাদের কোনওভাবে রেয়াত করা হবে না। এমনই জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যত শিগগিরই সম্ভব অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী।

উদয়পুরের ভূত মহল প্লেসে কানাইয়ালালের প্রতিবেশী দাবি করেন, নূপুর শর্মার (Nupur Sharma)  সমর্থনে পোস্ট করার পর থেকেই ভয়ে ছিলেন কানাইয়ালাল। নূপুর শর্মার সমর্থনে মুখ খোলার পরই কানাইয়ালালকে হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পর কানাইয়ালাল পুলিশের দ্বারস্থ হন। সেই  সঙ্গে নিজের দোকানও বন্ধ রাখেন বেশ কয়েকদিন ধরে। খুনের মাত্র ৩ দিন আগে কানাইয়ালাল নিজের দোকান খোলেন বলে জানান ওই ব্যক্তি।

আরও পড়ুন:  Udaipur Killing: উদয়পুরে কানাইয়ালালের হত্যায় পাকিস্তানি স্লিপার সেলের হাত, দাবি সূত্রের

এদিকে রাজস্থানের (Rajasthan) মন্ত্রী প্রতাপ সিং জানান, কানাইয়ালালের হত্যার ঘটনায় যারা যুক্ত, আগামী ৪ দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শিগগিরই অভিযুক্তদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন রাজস্থানের মন্ত্রী।