বেরিলি, ২৯ জুন: উদয়পুরে (Udaipur) হিন্দু দর্জি খুনের নিন্দা করল আলা হজরত দরগা। উদয়পুরে যেভাবে এক হিন্দু দর্জিকে খুন করা হয়েছে, তা মোটেই কাম্য নয়। ইসলাম কাউকে এই নির্মমতার শিক্ষা দেয় না। উদয়পুরের ঘটনা তাই কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। এমনই মন্তব্য করা হল আলা হজরত দরগার তরফে।
আলা হজরত দরগার মৌলনা সাহাবুদ্দিন রিজভি বুধবার উদয়পুর নিয়ে বিবৃতি প্রকাশ করেন। সেখানেই কানাইয়ালালের খুনের নিন্দা করা হয়। পয়গম্বর মহম্মদের শত্রু হলেও, তাঁর সঙ্গে এই ধরনের ব্যবহার করতে হবে, এমন কথা তিনি বলেননি বলে মন্তব্য করেন আলা হজরত দরগার মৌলনা। কারও শিরচ্ছেদ করার কথা ইসলামে কোথাও বলা নেই। ইসলাম কখনও হিংসাকে সমর্থন করে না। ভালবাসা এবং একতাই ইসলামের মূল বার্তা বলেও মন্তব্য করেন মৌলনা রিজভি।
আরও পড়ুন: Udaipur Killing: 'উদয়পুরের দর্জি প্রাণ ভয়ে ছিলেন, খুনের মাত্র ৩ দিন আগে দোকান খোলেন'
উদয়পুরে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা কখনও ইসলামের অনুগামী হতে পারে না বলেও মন্তব্য করেন বেরিলির মৌলনা। উদয়পুরের ঘটনায় যারা যুক্ত, তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক বলেও সওয়াল করেন মৌলনা রিজভি।