জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী(Photo credit-IANS)

জম্মু, ৬ ডিসেম্বর: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) থেকে অজ্ঞাতসারে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ল দুটি মেয়ে। ভারতীয় সেনা (Indian Army) এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী পুঞ্চ সেক্টরে (Poonch) কিশোরদের ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া লক্ষ্য করেই সংযম রাখে। ওই কিশোরীদের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে। তাদের ফেরানোর জন্য চেষ্টা চলছে।

সেনাবাহিনী জানিয়েছে যে লাইবা জাবেইর (১৭) এবং সানা জাবেইর (১৩) পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কাহুতা এলাকার আব্বাসপুর গ্রামের বাসিন্দা। আজ সকালে তারা অজান্তেই নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ সেক্টর অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এরপরই সেনাবাহিনী তাদের আটক করে। নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন জওয়ানরা তাদের অনুপ্রবেশ সনাক্ত করে এবং মেয়ে দুটির যাতে কোনও ক্ষতি না হয় সে জন্য পুরোপুরি সংযম দেখায়। আরও পড়ুন: Coronavirus in India: দেশে বাড়ল মোট করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৬,০১১

সেনার তরফে জানানো হয়েছে, মেয়ে দুটিকে তাদের বাড়িতে ফেরানোর চেষ্টা চলছে।