![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/10/corona1-380x214.jpg)
নতুন দিল্লি, ৬ ডিসেম্বর: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারে শেষ বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,০১১। দেশের করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা পৌঁছল ৯৬ লাখ ৪৪ হাজার ২২৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৪৮২। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৪০,১৮২।
এখনও পর্যন্ত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,০৩,২৪৮। শুরু থেকে এখনও পর্যন্ত ৯১,০০,৭৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ৪১,৯৭০ জন সুস্থ হয়েছেন। ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে ১৪,৫৯,৮৬,৫৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনিবার ১১,০১,০৬৩ জনের করোনা টেস্ট হয়। আরও পড়ুন, করোনা মহামারীর জের, বন্ধ হয়ে গেল টাইমস গ্রুপের ‘পুনে মিরর’ সংবাদপত্র, পাঠকমহলে শোকের ছায়া
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে ১৮, ৪৭,৫০৯ জন আক্রান্ত হন। মারা যান ৪৭,৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৬ জন। সেখানে দৈনিক সুস্থতার সংখ্যা ৩ হাজার ২১৫। একইসঙ্গে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার ৫২২। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৬৩ হাজার ৮৪৯ জন।