Spicejet (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ এবার ফ্লাইটের (Flight) ককপিটে (Cockpit)জোর করে ঢোকার চেষ্টা। দুই যাত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লি-মুম্বই স্পাইসজেটের একটি বিমানে। দিল্লি বিমানবন্দর ছাড়ার সময়ই এই ঘটনা ঘটান ওই যাত্রীরা এমনটাই অভিযোগ। এই ঘটনার পর বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ওই দুই যাত্রীকে। তাঁদের তুলে দেওয়া হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে।

ককপিটের ঢোকার চেষ্টা করলেন ২ যাত্রী, ৭ ঘণ্টা দেরিতে ছাড়ল উড়ান

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার দুপুর ১২ টা নাগাদ দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় স্পাইসজেটের এসজি৯২৮২ ফ্লাইটি। এই বিমানেই ককপিটে ঢোকার চেষ্টা করেন দুই যাত্রী। এই ঘটনার জেরে ফ্লাইট ছাড়তে সাত ঘণ্টা দেরি হয়। সন্ধ্যা ৭ টা বেজে ২১ মিনিটে মুম্বইয়ের দিকে রওনা দেয় উড়ানটি।

এই ঘটনা প্রসঙ্গে স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বিমানটি ওড়ার ঠিক আগের মুহূর্তে দু’জন যাত্রী জোর করে ককপিটে প্রবেশ করার চেষ্টা করেন। এর ফলে বিমান ওড়ার ক্ষেত্রে বিপত্তি দেখা দেয়। ওই দুই যাত্রীকে তুলে দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে। বিমানসংস্থার আরও দাবি, ওই দু’জন যাত্রীকে নিজেদের সিটে গিয়ে বসার জন্য অনুরোধ করেন ক্রু, বিমানের যাত্রী এবং ওই ফ্লাইটের ক্যাপ্টেনও । কিন্তু তাঁরা নিজেদের আসনে গিয়ে বসতে রাজি হননি।

 জোর করে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা, আটক ২ যাত্রী