Security Forces in Jammu and Kashmir. (Photo Credits: ANI)

শ্রীনগর, ১ সেপ্টেম্বর: উপত্যকায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে হত ২ দুজন জইশ-ই-জঙ্গিয। বুধবারে উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলায় (Baramulla Encounter) সোপোরে এই ঘটনাটি ঘটেছে। আরও পড়ুন-Asia Cup 2022: জার্সিতে স্বাক্ষর করে বিরাট কোহলিকে উপহার দিল হংকং ক্রিকেট দল, দেখুন ছবি

জম্মু কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বিজয় কুমার টুইট করে জানিয়েছেন, হত দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা। একজন সোপরের মহম্মদ রফি ও অন্যজন পুলওয়ামার কাইজার আশ্রফ। রফিকে আগেই পাবলিক সেফটি অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রফি কাইজার দু'জনেই অনেকনাশকতা চালিয়েছে উপত্যকাজুড়ে। তারা সম্প্রতি সোপোরে সাধারণ মানুষের ওপর হামলা করবে বলে পরিকল্পনা করছিল।

গোপন সূত্রে জঙ্গির উপস্থিতির খবর পেয়েই ‌নিরাপত্তারক্ষীরা অঞ্চলটিকে ঘিরে ফেলে। আটকে পড়ে  লুকিয়ে থাকা উগ্রপন্থীরা মাঝে মাঝেই গুলি চালানো শুরু করে। এই কয়েক মাসে নিরাপত্তারক্ষী ও উগ্রপন্থীদের মধ্যে অনেক এনকাউন্টারই হয়েছে। এবং মৃত্যুও হয়েছে অনেকের। গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার নাগবল এলাকায় লস্কর-ই-তইবা তিন জঙ্গি সেনার গুলিতে নিকেশ হয়।