মুম্বই, ৬ ফেব্রুয়ারি: থামল লড়াই, থামল সুর। আজ, রবিবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত ২৯ দিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লড়ছিলেন। গতকাল, সন্ধ্যা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। আজ, সকাল ৮টা ১২ মিনিটে নিভল জীবন প্রদীপ। 'ভারতের সুর-স্বর' লতার প্রয়াণে শোকে ভেঙে পড়ছে গোটা দেশ। লতা-র প্রয়াণে দু দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আজ, সন্ধ্যা সাড়ে ৬টায় শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে তাঁর বাসভবন 'প্রভু কুঞ্জ'-এ দুপুর ৩টে পর্যন্ত মরদেহ রাখা হবে। দুপুর সাড়ে ১২,৩০টায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ভারতরত্ন গায়িকার মরদেহ প্রভু কুঞ্জে নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষ যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তাই লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয় শিবাজি পার্কে। সেখানেই সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যাবন। যেখানে লতা মঙ্গেশকর গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন। নীতিন বলেন, লতা মঙ্গেশকরের মৃত্যু দেশের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর গান বহু প্রজন্মের জন্য মনে থাকবে। আমি প্রার্থনা করি যে তাঁর আত্মা শান্তিতে থাকুক। আরও পড়ুন: লতার মৃত্য়ুতে মমতার শোক
জানুয়ারি মাসের শুরুতেই করোনা আক্রান্ত হন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হলে আইসিইউ-তে রাখা হয়। দিন কয়েক আগে আইসিইউ থেকে বের করা হয়। যদিও, গতকাল তাঁকে ফের আইসিইউ-তে রাখা হয়। গতরাতে তাঁকে হাসপাতালে দেখতে যান বোন আশা ভোঁসলে। লতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীষূষ গোয়েল, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ও এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরে।