মোতিহারি: অবৈধভাবে ভারতে (India) অনুপ্রবেশের অভিযোগে বিহারের (Bihar) মোতিহারি (Motihari) থেকে গ্রেফতার (arrest) হল চিনের দুই নাগরিক (Chinese nationals)। তাদের নামে হারিয়া পুলিশ স্টেশনে (Haria police station) মামলা দায়ের করার পর আদালতে তোলা হলে জেল (jail) হেফাজতে পাঠানো হয়। ধৃতদের জেরা করে কী কারণে তারা ভারতে অনুপ্রবেশ করেছে তার কারণ জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার ভারতে অনুপ্রবেশ করে ছিল তারা। কোনও বৈধ কাগজপত্র ছাড়াই নেপাল (Nepal) দিয়ে এই দেশে এসেছিল। ধৃতদের জেরা করে জানা যায়, তাদের কাছে ভারতে প্রবেশ করার কোনও বৈধ কাগজপত্র নেই। এর কারণ হিসেবে তারা জানায় নেপাল সীমান্তের পাশে থাকা একটি হোটেলে গত রাতে যেখানে ছিল সেখানে পাসপোর্ট ফেলে এসেছে।
প্রশাসন সূত্রে খবর, নেপাল থেকে অটোয় করে ভারত সীমান্তে এসেছিল তারা। তারপর পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময় ভারতীয় ইমিগ্রেশন দফতরের আধিকারিকরা তাদের গ্রেফতার করেন। জুলাই মাসের ২ তারিখেও তারা ভারতে ঢুকে ছিল বলে দাবি করছে। বারবার তাদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা সন্দেহ তৈরি করেছে। তাই ধৃতদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী তদন্ত চালাচ্ছে। আরও পড়ুন: Baripada: ওড়িশার বারিপদা থেকে বাজেয়াপ্ত ৪টি চিতাবাঘের চামড়া, ধৃত ৩
Bihar | Two Chinese nationals have been arrested. Both have been interrogated and a case has been registered at Haria police station and are being sent to jail. We will interrogate them further after taking them on remand: Kantesh Kumar Mishra, Motihari SP to ANI
(Pic source:… pic.twitter.com/BHwQqHGHai
— ANI (@ANI) July 23, 2023