বারিপদা: ওড়িশার (Odisha) বারিপদা ফরেস্ট ডিভিশনের (Baripada Forest Division) বাহালদা গ্রামের (Bahalda Village) কাছ থেকে বাজেয়াপ্ত (seized) হল ৪টি চিতাবাঘের চামড়া (leopard skins)। এই ঘটনায় তিন জনকে গ্রেফতারও করা হয়েছে।
এপ্রসঙ্গে বারিপদার ডিএফও সন্তোষ যোশী জানান, গোপন সূত্রে খবর পেয়ে বারিপদা ডিএফও (DFO Baripada) এবং দক্ষিণ সিমলাপাল টাইগার রিজার্ভ (Similipal Tiger Reserve) ফরেস্টের ডেপুটি ডিরেক্টরের নেতৃত্ব যৌথ অভিযান চালানো হয়। এর ফলে বাহালদা গ্রামের কাছ থেকে ৪টি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে বাজেয়াপ্ত হয়েছে তিনটি মোবাইল। এখনও তদন্ত চলছে। আরও পড়ুন: Bihar: ৫ ঘণ্টার চেষ্টায় অবশেষ মায়ের কোলে ফিরল সন্তান, নালন্দায় কুয়ো থেকে উদ্ধার শিশু
Odisha | In a joint operation led by DFO Baripada and Deputy Director (DD) Similipal Tiger Reserve (STR) South, 4 leopard skins were seized near Bahalda Village in Baripada Forest Division. Three accused arrested & 3 mobile phones have been seized. Further investigation is… pic.twitter.com/rM1mzDhFUV
— ANI (@ANI) July 23, 2023