আলিগড়, ৭জুন: বাবা ধার শোধ করতে পারেনি বলে আড়াই বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন (Twinkle Sharma Murder Case)। এই ঘটনার নৃশংসতায় হতবাক গোটা দেশ, অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সরব গোটা দেশ। বি-টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের তরফেই এই ঘটনার কঠোর নিন্দা করে শাস্তির দাবি উঠেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত রিপোর্ট পেস করার জন্য আলিগড় পুলিশকে নির্দেশ দিয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (NCPCR)। ইতিমধ্যেই সুবিচারের দাবিতে টুইঙ্কলের নামে হ্যাশট্যাগ চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন-বাবা দেনা শোধ করতে না পারায় শিশুকন্যাকে খুন, আলিগড়ে চাঞ্চল্য
এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে তৈরি হচ্ছে জনমত। দেশ জুড়ে নিন্দা, ঘৃণার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন টুইটার-ফেসবুকে। অন্য দিকে গাফিলতির অভিযোগে পাঁচ পুলিশ কর্মী-অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা আইনে তদন্ত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে পুলিশ। গত রবিবার আলিগড়ের তপ্পল এলাকায় একটি চাষের জমিতে কুকুরের আনাগোনা এবং দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে আড়াই বছরের ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। তার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
তিন চার দিন আগে নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ সেটিকে কার্যত গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে প্রায় প্রতিদিনই প্রতিবাদ-অবরোধ-বিক্ষোভ করছেন বাসিন্দারা। টুইটের তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi), তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) থেকে শুরু করে অভিষেক বচ্চনের মতো অভিনেতাও বিশিষ্টরা। কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‘আলিগড়ের ছোট্ট শিশুকে বর্বরোচিত খুনের ঘটনায় আমি মর্মাহত। এক রত্তি শিশুর সঙ্গে কেউ এই রকম নৃশংস আচরণ করতে পারে? এই ভয়ঙ্কর খুনের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। দ্রুত অপরাধীদের বিচারের ব্যবস্থা করা উচিত পুলিশের।’’ এই ঘটনাকে ‘অবর্ণনীয়’ ও ‘পাশবিক’ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কার টুইট, ওই শিশুর বাবা-মার যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।’’