
অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুরু হওয়ার চারদিনের মাথায় যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। এই যুদ্ধবিরতির কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত কয়েকদিনে বহুবার নিয়েছেন। যদিও এর সরাসরি বিরোধীতা করতে কখনও দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই নিয়েই দেশের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী শিবিরের নেতানেত্রীরা এই নিয়ে সমালোচনা শুরু করেছেন। এবং তাঁরা এই নিয়ে বিশেষ অধিবেশনেরও দাবি জানিয়ে ছিলেন। কিন্তু আবেদন খারিজ করে দেয় মোদী সরকার। প্রধানমন্ত্রীর এই আত্মসমর্পণ নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব।
কটাক্ষ করলেন রাহুল গান্ধী
এই প্রসঙ্গে আগে একাধিকবার নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার বিহারের রাজগীরে একটি জনসভায় যোগ দিতে গিয়ে ফের এই প্রসঙ্গে সমালোচনা করলেন ওয়েনাড়ের সাংসদ। তিনি বলেন, জাতি গণনা নিয়ে আমিই প্রথম মোদীজির চোখে চোখ রেখে দাবি জানাই। আমি কিন্তু ভয়ে পিছিয়ে আসিনি। কিন্তু মোদীজি ভয়ে আত্মসমর্পণ করেছেন। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে তিনি নাকি আত্মসমর্পণ করিয়েছেন। যদি এই দাবি মিথ্যা হয়, তাহলে মোদীজিও প্রকাশ্যে সেটা বলুক, কিন্তু তাঁর মুখে কোনও কথাই নেই।
দেখুন রাহুল গান্ধীর বক্তব্য
মোদীর সমালোচনায় রাহুল
রাহুল আরও বলেন, আসলে মোদীও জানেন যে ট্রাম্প সত্যি কথা বলছেন, তাই এর বিরোধীতা করছেন না। এভাবেই যদি আমরাও নরেন্দ্র মোদীকে একটু চাপ দিই, তাহলে উনি আমাদের সামনে আত্মসমর্পণ করে দেবেন। ওনার মধ্যে মুখোমুখি হওয়ার সাহস পর্যন্ত নেই।