পথ দুর্ঘটনা/ প্রতীকী ছবি (Photo Credit: ANI)

বান্দা, ১৬ মে: উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ অভিবাসী শ্রমিকের (Migrant Workers)। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা (Banda) এলাকায়। ট্র্রাকে করে বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ফিরছিলেন। ট্রাকটি উল্টে যায়।শনিবার ভোরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আউরাইয়া জেলাগামী (Auraiya district) একটি ট্রাক এবং একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে চব্বিশজন পরিযায়ী শ্রমিক (Migrant Workers) মারা যান এবং আরও অনেকে গুরুতর আহত হন। তারাও কোভিড-১৯ মহামারীতে লকডাউনের কারণে বেকার হয়ে পড়েছিলেন- তারা সকলেই নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

চিফ মেডিকেল অফিসার (সিএমও) আউরাইয়া দুর্ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, "চব্বিশজন লোককে মৃত অবস্থায় আনা হয়েছিল, ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৫ জনকে সাইফাই পিজিআইতে পাঠানো হয়েছে। তারা রাজস্থান থেকে বিহার ও ঝাড়খন্ড যাচ্ছিলেন।" আরও পড়ুন: Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশে দু'টি ট্রাকের সংঘর্ষে মৃত ২৪ জন পরিযায়ী শ্রমিক, গুরুতর আহত বহু

ANI-র খবর অনুযায়ী, পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে ফিরছিলেন। তারা বেশিরভাগই বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে তাদের গ্রামে ফিরছিল। প্রচুর পুলিশ সদস্য উদ্ধার কাজে সহায়তা করে। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্তি বলেন,"মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আউরাইয়া দুর্ঘটনার বিষয়ে দুর্ভাগ্যজনক ঘটনার দুঃখপ্রকাশ করেন। প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি তিনি গভীর শোক প্রকাশ করেছেন।"