আগরতলা, ২০ জুলাই: কোভিডে (Covid-19) আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM Manik Saha)। বুধবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজের বাড়িতেই আসোলেশনে রয়েছেন। কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "আজ আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমি একেবারে ফিট এবং কোনও উপসর্গ ছাড়াই ভাল আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।"
পেশায় ডেন্টাল সার্জন মানিক সাহা সম্প্রতি রাজ্যের বিভিন্ন অংশে বেশ কয়েকটি পার্টি এবং অফিসিয়াল প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। কোভিড সংক্রমণ মাথাচাড়া দেওয়াতে ত্রিপুরা সরকার ১২ জুলাই থেকে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এছাড়াও সরকার বেশ কয়েকটি অন্য পদক্ষেপও নিয়েছে সংক্রমণ কমাতে। আরও পড়ুন: Ambulance Crash At Toll Booth: ভিজে রাস্তায় পিছলে গিয়ে টোল বুথে ধাক্কা মারল অ্যাম্বুলেন্স, দেখুন ভিডিও
I've been tested Covid-19 positive today. I am absolutely fit & fine with no symptoms.
I humbly request all those who've come in contact with me to take necessary precautions. pic.twitter.com/RcKDcLSiNx
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) July 20, 2022
গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩৬৫ জন। এই মুহূর্তে চিকিৎসা চলছে ১ হাজার ৯০৬ জনের। সংক্রমণের হার বেড়ে ১০.৮৬ শতাংশে পৌঁছেছে।