আগরতলা, ২৩ জুলাই: ফের বিতর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb)। খ্যাতনামা কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (Tarasankar Bandyopadhyay) জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sharadindu Bandyopadhyay) ছবি পোস্ট করেন তিনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক ছিলেন। ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ, ৪টি আত্মজীবনী, ২টি ভ্রমণ কাহিনী, ১টি কাব্যগ্রন্থ এবং ১টি প্রহসন।
বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার,পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পান। আজ তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিপ্লব কুমার দেব টুইটারে লেখেন, "বাংলা সাহিত্য জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট বাংলা কথাসাহিত্যিক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা।" যদিও তিনি ছবি দেন আরেক কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। যদিও পরে সেই টুইট তিনি ডিলিট কর দেন। আরও পড়ুন: Complete Lockdown In West Bengal : আইন ভাঙলেই পুলিশের লাঠি, সীমাহীন সংক্রমণ রুখতে কড়া লকডাউনে রাজ্য
কয়েকদিন আগে জাঠদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাপে পড়ে ক্ষমা চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হরিয়ানার জাঠদের সঙ্গে বাঙালির তুলনা টেনে তিনি বলেছিলেন, "জাঠদের শারীরিক গঠন মজবুত হলেও তাঁদের বুদ্ধি কম। তাঁদের সঙ্গে শারীরিক ভাবে পেরে ওঠা না গেলেও বুদ্ধি দিয়ে হারানো সহজ। তিনি আরও বলেন, সারা পৃথিবীতে বাঙ্গালীদের পরিচয় তাঁদের বুদ্ধির জন্য, মেধার জন্য। বাঙালিদের মেধাকে কেউ অতিক্রম করতে পারে না।" যদিও এরপরেই ঘরে-বাইরে চাপের মুখে পড়ে ক্ষমা চেয়ে নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।