আগরতলা, ৭ এপ্রিল: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb)। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছি। আমি সবাইকে অনুরোধ করছি দয়া করে সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে চলুন এবং নিরাপদে থাকুন।"
করোনাকালের সূচনা থেকে দৈনিক সংক্রমণের যাবতীয় রেকর্ডকে পিছনে ফেলে দিল আজকের ভারত। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন। একই সময় করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। এবং করোনার বলি ৬৩০ জন। আরও পড়ুন: Repo Rate: রেপো রেট অপরবর্তিত, ৪ শতাংই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রন্তের সংখ্যা এখন ১ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৮৫। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৬৬ হাজার ১৭৭ জন।