নতুন দিল্লি, ৭ এপ্রিল: রেপো রেট (Repo Rate) ও রিভার্স রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপোরেট থাকছে ৪ শতাংশ। রিভার্স রেপো রেট দাঁড়িয়েছে ৩.৩৫ শতাংশ। আরবিআই-র গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন মনিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, কয়েকটি রাজ্য সরকার বিধিনিষেধ জোরদার করেছে, করোনা সংক্রমণ সাম্প্রতিক বৃদ্ধি হয়েছে। তাই ডোমেস্টিক বৃদ্ধিতে অনিশ্চয়তা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পর্যাপ্ত লিকিউডিটির সঙ্গে বাজারকে সমর্থন করবে।