BJP Leader Caught Thief (Photo Credit: X/Screengrab)

ট্রেন (Train) থেকে চুরি হয়ে গেল এবার এক অদ্ভুদ জিনিস। হরিদ্বারে (Haridwar) যাওয়ার পথে ট্রেন থেকে চুরি হয়ে গেল বিজেপি (BJP Leader) নেতার মৃত মায়ের চিতা ভষ্ম। হরিদ্বারগামী ট্রেন যখন উত্তরপ্রদেশের মোরেনা এবং আগ্রার মাঝে ছিল, সেই সময় হঠাৎ করে বিজেপি নেতার সঙ্গে থাকা তাঁর মৃত মায়ের চিতা ভষ্ম চুরি হয়ে যায়। কী কারণেওই চিতা ভষ্ম চুরি হয়ে যায়, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিজেপি নেতা দেবেন্দ্র ইনানির মৃত মায়ের চিতা ভষ্ম চুরি হয়ে যেতেই, সেই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়। ট্রেনের কর্মীরাই ওই চোরকে ধরে ফেলেন হাতেনাতে। তারপর চড়, থাপ্পড় মারা হতে থাকে। সেই সঙ্গে দেবেন্দ্র ইনানির মৃত মায়ের চিতা ভষ্ম ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর আরপিএফকে খবর দেওয়া হয় চলন্ত ট্রেনেই। ফলে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালে চোরকে ধরে নিয়ে যায় আরপিএফ। ইন্দোরের বিজেপি নেতা যখন ট্রেনে করে হরিদ্বারে যাচ্ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে যে ঘটনা ঘটে, তা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। কী কারণে বিজেপি নেচার মৃত মায়ের চিতা ভষ্ম চুরি করা হল, তা নিয়ে তদন্ত চলছে।

দেখুন চলন্ত ট্রেনেই চোরকে ধরা হয় হাতেনাতে...

 

হরিদ্বারে যাওয়ার পথে ওই বিজেপি নেতার মায়ের চিতা ভষ্ম ট্রেন থেকে চুরি হয়ে যায়। তারপর আগ্রা এবং মোরেনার মাঝে যখন ট্রেন ছিল, সেই সময় ওই চোরকে ধরেন রেলের কর্মীরা। তারপর মারধর শুরু করা হয়। দেখুন কীভাবে চোরকে মারধর করলেন ট্রেনের কর্মীরা...