নতুন দিল্লি, ২৮ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনের কামরাকে (Train Coaches) আইসোলেশন ওয়ার্ডে (Isolation Wards) রুপান্তর করে দিল রেল। পুরনো কোচের মিডল বার্থ তুলে দিয়ে বেড তৈরি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশন চিকিত্সায় এই কোচগুলি ব্যবহার করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, ২০ বছরের পুরনো কোচগুলিকে হাসপাতাল করা হচ্ছে৷ যাতে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তদের বেডের সমস্যা হলে রেলের কামরায় তৈরি হাসপাতালে রেখে চিকিত্সা করা যাবে৷
রোগীর কেবিন তৈরি করতে, মিডল বার্থ একপাশ থেকে সরানো হয়েছে। উল্টোদিকের তিনটি বার্থই সরিয়ে দেওয়া হয়েছে। সরানো হয়েছে ল্যাডার। আইসোলেশন কোচে রয়েছে বাথরুম অন্য সুবিধা। প্রতিটি কামরায় ১০টি করে আইসোলেশন ওয়ার্ড রয়েছে। রেলের তরফে জানানো হয়েচে, একটি কামরাকেই এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। এটি চূড়ান্ত হলে, রেল পরিকল্পনা করছে যে রেলের প্রতিটি জোনে প্রতি সপ্তাহে ১০টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হবে। আরও পড়ুন: First Death in Kerala For Coronavirus: করোনায় প্রথম মৃত্যু কেরালায়, আক্রান্তের সংখ্যা ১৭৩
Isolation coaches have been prepared by the Indian Railways to fight the #Coronavirus Pandemic. pic.twitter.com/41T9Q71Zdr
— ANI (@ANI) March 28, 2020
কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরির বরাত দেওয়া হয়েছে কাপুরথালার রেল কোচ ফ্য়াক্টরিকে। অন্য়দিকে, ট্রেন ১৮-এর প্রস্তুতকারক সংস্থা চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্য়াক্টরি ভেন্টিলেটরের ব্য়বস্থায় জোর দিচ্ছে। করোনা মোকাবিলায় এহেন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রেল বোর্ডের চেয়ারম্য়ান ভি কে যাদব।
তবে রেলের কোচ-কাম-আইসোলেশন ওয়ার্ডে কয়জন রোগীকে স্থান দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এটি দূরত্ব, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সর্বোপরি বাথরুমের ব্যবহারের মতো বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।