Modi At Srinagar Photo Credit: X@ANI

নতুন দিল্লি, ৬ অক্টোবর: সব হিসেব উল্টে, এক্সিট পোলকে মিথ্যা প্রমাণ করে হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪-এ জিতল বিজেপিকৃষক আন্দোলন থেকে অগ্নিবীর বিক্ষোভের ঢেউ সামলে হরিয়ানায় তাদের সর্বকালের সেরা পারফরম্যান্স মেলে ধরল বিজেপি। কপিল দেব, নীরজ চোপড়া, মানু ভাকেরদের রাজ্যে ২০১৪ বিধানসভায় ৪৭, ২০১৯ বিধানসভায় ৪১টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার ৪৮টি আসনে জিতে বিজেপি হ্যাটট্রিক করল। হরিয়ানার এই জয়ের কৃতিত্ব দলীয় কর্মীদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীর হারতে হলেও হরিয়ানায় জয়কে ফোকাস করে দিল্লিতে দলের সদর দফতরে দাঁড়িয়ে মোদী বললেন, " বেশ কিছু সময় ধরে ভারতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছিল। ভারতের গণতন্ত্রকে দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র ছকা হচ্ছিল। কংগ্রেসের মত সর্বভারতীয় দল এই ষড়যন্ত্রের খেলায় জড়িত ছিল। আজ হরিয়ানার মানুষ সেই ষড়যন্ত্রের জবাব দিল। প্রতিটি ভারতবাসীকে অঙ্গীকার করতে হবে তারা যাতে এইরকম ষড়যন্ত্রকে সফল হতে না দেয়। ভারত উন্নয়নের পথ থেকে বিচ্যুত হবে না।"

প্রসঙ্গত, কৃষক আন্দোলন নিয়ে বিজেপির একটা বড় অংশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেছিল। মূলত হরিয়ানা, পঞ্জাবেই কৃষক আন্দোলনের ঢেউ উঠেছিল। হরিয়ানায় বিজেপির জয়ের পিছনে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের কথা বললেন মোদী। সেখানকার গরীব মানুষের জন্য পানীয় জল, ঘর-বাড়ি তৈরি, সুচিকিতসা ব্যবস্থা করেছে ডবল ইঞ্জিন সরকার। এমন কথাই বললেন মোদী।

দেখুন দিল্লিতে দলের সদর দফতরে দাঁড়িয়ে কী বললেন মোদী

হরিয়ানায় আগামী দিনে গরীব মানুষদের উন্নয়নের জন্য আরও অনেক কাজ করা গবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক অ্যাখা দিয়ে মোদী বলেন, " সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর অনেকে বলেছিলেন কাশ্মীরে আগুন জ্বলবে। কিন্তু কাশ্মীর জ্বলেনি। বরং আরও সৌন্দর্যে ভরে উঠেছে। আমাদের জম্মু এবং কাশ্মীর কার্ফু এবং বিচ্ছিন্নতাবাদ থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমরা আমাদের সংবিধানে জম্মু-কাশ্মীরের আসল সত্তা ও মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। বাবা সাহেব আম্বেদকরকে এর থেকে বড় কিছু উতসর্গ করা যায় কি?"

প্রসঙ্গত, জম্মুতে ভাল ফল করলেও কাশ্মীরে ভরাডুবি হয়েছে বিজেপির। ভূ স্বর্গে ২৯টি আসনে জিতে প্রধান বিরোধী দলের আসনে বসছে বিজেপি। হাইপ্রোফাইল প্রচারের পরেও ভূ-স্বর্গে ন্যাশানাল কনফারেন্স-কংগ্রেস জোটকে হারাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। জম্মু-কাশ্মীরে ৯০ আসনের বিধানসভায় এনসি, কংগ্রেস, সিপিএম ৫০টি আসনে জিতে ক্ষমতায় বসছে। মুখ্যমন্ত্রী হবেন এনসি প্রধান ওমর আবদুল্লা।