আগামী সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে নয়া জিএসটি কাঠামো (GST Reforms)। যা উৎসবমুখর বাংলার মানুষদের পক্ষে অত্যন্ত খুশির বিষয়। এদিকে নয়া জিএসটি কাঠামো কার্যকর করার আগে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ২০ মিনিটের ভাষণে মূলত ছিল এই বিষয় নিয়েই বার্তা। আসলে আগামী বছর রাজ্যে নির্বাচন, তার আগে পুজোর মুখে জিএসটি কার্যকর করা ভোটপ্রচারের একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী ভাষণের সমালোচনায় কুণাল

এদিকে এই নিয়ে সমালোচনার আসরে নামলেন বিরোধীরা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের দাবি, “জিএসটির নয়া কাঠামো অনুযায়ী স্বাস্থ্যবিমা, জীবনবিমা বা যে কোনও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জিএসটি কমানোর দাবি অনেকদিন আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কমানোর বদলে প্রথম থেকেই কমানো উচিত ছিল। জিএসটি যেভাবে কেন্দ্র সরকার বাড়িয়েছিল তা জনবিরোধী নীতি ছিল। আর এখন কমিয়ে কেন্দ্র সরকার কী দেখাতে চাইছে”?

দেখুন কুণাল ঘোষের মন্তব্য

নয়া কোনও ঘোষণা নেই ভাষণে

এদিন ২০ মিনিটের ভাষণে নতুন কোনও ঘোষণা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া ভিসা নীতির বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী। শুধুমাত্র জিএসটি-র নয়া কাঠামো নিয়ে কেন্দ্রের গুনগান করে গিয়েছেন। আর শুরু ও শেষে নবরাত্রির ঘোষণা করেই ভাষণে ইতি টেনেছেন তিনি।