টিন্ডার ডেটিংয়ের ফাঁদে পা দিয়ে সর্বস্রান্ত যুবক (ছবিঃX & Wikipedia)

নয়াদিল্লিঃ টিন্ডারে (Tinder) অ্যাপে যুবতীর সঙ্গে পরিচয়। গিয়েছিলেন ডেটে (Date)। আর ডেটিং-এর ফাঁদে পা দিতেই ১ লাখ ২১ হাজার ৯১৭ টাকার বিল ধরানো হল এক যুবকের হাতে। পুলিশের জালে ক্যাফে-মালিক। অভিযোগ, বর্ষা নামে এক তরুণীর সঙ্গে পূর্ব দিল্লির (East Delhi) 'ব্ল্যাক মিরর ক্যাফে (Black Mirror Cafe)'তে যান ওই যুবক। বর্ষার জন্মদিন উদযাপন করতেই ওই ক্যাফেতে যান তাঁরা। দু'রকম স্ন্যাকস, দু'টো কেক আর চারটি শটস অর্ডার দিয়েছিলেন । বর্ষার সঙ্গে ভালই সময় কাটাচ্ছিলেন। হঠাৎই বর্ষা পরিবারের জরুরি দরকারের অজুহাতে ক্যাফে থেকে চলে যান। এরপর ক্যাফের বিল মেটাতে গিয়েই যুবকের মাথায় হাত! ১ লাখ ২১ হাজার ৯১৭ টাকার বিল ধরানো হয় তাঁর হাতে। অথচ তিনি হিসেব করে দেখেন খুব বেশি হলে খাবারের বিল হওয়ার কথা ২ হাজার টাকা। এত টাকা বিল কেন? প্রশ্ন তোলেন তিনি। এক কথায় দু''কথায় ক্যাফের কর্মীদের সঙ্গে বচসা বাঁধে। তাঁকে বিল মেটাতে বাধ্য করা হয় বলে জানান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে 'ব্ল্যাক মিরর ক্যাফে'-এর মালিক ক্ষয় পাহওয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় জালিয়াত র‌্যাকেটের সঙ্গে জড়িত এক মহিলা পারভিনকেও ট্র্যাক করে পুলিশ। জানা যায়, তাঁর আসল নামই বর্ষা। ক্যাফে মালিক, বর্ষাসহ অনেকেই এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। এর আগেও অনেককে ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।