Heavy Rain (Photo Credit: Twitter)

দিল্লি, ৩১ জুলাই: ৩ অগাস্ট পর্যন্ত একাধিক রাজ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ৩, ৪ দিন ধরে দেশের একাধিক রাজ্যে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মধ্যে ভারতে মধ্যপ্রদেশ, ছত্তিশড়েও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যিদকে পূর্ব ভারতে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরামেও বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। ৩ অগাস্ট পর্যন্ত দেশের উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। পশ্চিম ভারতে কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রেও বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণ ভারতের তেলাঙ্গানা এবং উপকূলবর্তী কর্ণাটকেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।