বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বারানসীতে (Varanasi)। বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রামনগর থানা এলাকার ট্যাংরা মোড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ট্রাকচালক নাকি বাইক চালক কেউ মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ট্রাকচালককে। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। অন্যদিকে মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। ইতিমধ্যেই দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ঘাতক গাড়িটি ভিনরাজ্যের

জানা যাচ্ছে, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ট্যাংরা মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশসূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশে এসেছিল পণ্যবাহী ট্রাকটি। গাড়িটি ছিল ঝাড়খণ্ডে এবং চালকও ওই রাজ্যের বাসিন্দা। অন্যদিকে মৃতদের মধ্যে ২ ব্যক্তি মির্জাপুর ও একজন চান্দৌলি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন বাইকটি রাস্তা পারাপার করছিল, সেই সময় অপরপ্রান্ত থেকে ট্রাকটি সজোরে এসে বাইকে ধাক্কা মারে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকেই মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।