আর ক দিনের মধ্যেই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। তার আগে রবিবার বেঙ্গালুরু- মাইসুরু চার লেনের এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত এই রাজ্য়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটের আগে কর্ণাটক সফরে গিয়ে পুষ্পবৃষ্টিতে ভিজলেন মোদী। মান্দায়ার রাস্তায় হাজার হাজার মানুষ ফুল ছুঁড়ে স্বাগত জানালেন মোদীকে। যদিও বিরোধীরা এটা বিজেপি-র নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই ব্যাখা করে কটাক্ষ করেছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Thousands of people line along the streets of Mandya to extend a warm welcome to PM Modi
PM will dedicate the Bengaluru-Mysuru Expressway to the nation and lay the foundation stone for Mysuru-Kushalnagar 4-lane highway here
(Source: DD) pic.twitter.com/yFUnZWOiq1
— ANI (@ANI) March 12, 2023
১১৮ কিলোমিটার দীর্ঘ বেঙ্গালুরু- মাইসুরু এক্সপ্রেসওয়ে রাজ্যের রাজধানী বেঙ্গালুরু ও গুরুত্বপূর্ণ শহর মাইসুরর মধ্যে সফরের সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ৭৫ মিনিট নিয়ে আসবে। এই এক্সপ্রেসওয়ের পাশাপাশি মাইসুরু-কুশলনগর চার লেনের জাতীয় সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফর গিরে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।