শিখ সম্প্রদায়ের বিভিন্ন ইস্যু নিয়ে মোদী সরকার যথেষ্ট গুরুত্ব প্রদান করছেন। চরমপন্থী মনোভাবপন্ন মানুষেরা দেশের মানুষকে প্রতিনিধিত্ব করেন না, খালিস্তান ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই জানান তিনি।
ওয়াশিংটন ডিসিতে একটি প্রেস কনফারেন্সে তিনি জানান, "প্রত্যেকেই জ্ঞাত রয়েছেন যে মোদী সরকার শিখ সম্প্রদায়ের জন্য বিগত ১০ বছরে কি কি করেছেন।"
এছাড়া তিনি আরও জনান যে, "আমি মনে করি না যে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে শিখদের নেতৃত্ব নিয়ে।যারা সন্ত্রাসবাদের ব্যপারে কথা বলে, বিচ্ছিন্নতাবাদী লোকেরা, হিংসা নিয়ে যাদের বিতর্ক, এটা একটা ছোট অংশ। এবং সরকারের এই বিষয়ে নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত।"
তিনি আরও জানান যে কানাডার সঙ্গে যে সমস্যা ঘটেছে তা প্রধানত সেখানকার সরকারের সন্ত্রাসবাদ, হিংসা সহ বিভিন্ন ইস্যুতে অনুমোদনের কারণেই এই বিষয়টি ঘটছে।
হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতকে দায়ী করা হলেও সে বিষয়ে এখনও পর্যন্ত কোন তথ্য দিতে পারেনি কানাডা।
কানাডার এই অভিযোগের ভিত্তিতে ভারতের তরফ থেকে ভিসা বাতিল করা হয়েছে। এবং ভারতীয় নাগরিকদের সেই বিষয়ে বিশেষ সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
Those who talk about terrorism, represent a small minority: Jaishankar
Read @ANI Story | https://t.co/Z4y28kUr9B#SJaishankar #US #IndiaCanadaRow pic.twitter.com/MKMMxCrQMy
— ANI Digital (@ani_digital) September 30, 2023