Job (Photo Credits: Twitter)

চাকরির ক্ষেত্রে ফের বড় সুযোগ। গ্লোবাল কাস্টমার সার্ভিস সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস নামে একটি আন্তর্জাতিক কোম্পানি এবার ভারত জুড়ে ৯ হাজার কর্মী নিয়োগ করবে। ২০২৩-এর অর্থবর্ষ থেকে এই কোম্পানির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। চলবে গোটা দেশ জুড়ে। মঙ্গলবার এই কোম্পানির তরফে জানানো হয়, গোটা দেশ জুড়ে তারা ৯ হাজার কর্মী নিয়োগ করবে।

রিপোর্টে প্রকাশ, আন্তর্জাতিক ক্লায়েন্টদের নিয়ে কাজ করে এই সফটওয়্যার কোম্পানি। বিদেশি ক্লায়েন্টদের নিয়ে কাজ করতে পারবেন এমন সুনিপুণ কর্মী নিয়োগ করা হবে আগামী বছর থেকেই। জানা যাচ্ছে এমন খবর। ভারতে যে হারে সুযোগ্য ছেলে মেয়ে রয়েছে, সেদিকে তাকিয়েই গোটা দেশ জুড়ে এই কোম্পানি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: Raju Srivastava: মুম্বইতে এসে না খেয়েই দিন কাটত, সেই রাজুই ওঠেন খ্যাতির শীর্ষ, শোকস্তবদ্ধ দেশ

সংশ্লিষ্ট কোম্পানির তরফে আরও জানানো হয়, এই কোম্পানিতে যাঁদের নিয়োগ করা হবে নতুন করে, তাঁরা যাতে ভবিষ্যতে সুযোগ্য লিডার হতে পারেন, সেদিকেও দেওয়া হবে নজর। পাশাপাশি কাজের পরিবেশ যাতে সুষ্ঠু হয়, সেদিকেও কোম্পানির তরফে নজর দেওয়া হবে  বলে জানানো হয় এইচআর ডিপার্টমেন্টের তরফে। প্রসঙ্গত গত বছরও ভারত থেকে এই আন্তর্জাতিক কোম্পানির প্রায় ৫ হাজার কর্মী নিয়োগ করে। এবার তার পরিমাণ আরও বাড়িয়ে ৯ হাজার করা হয়েছে।