নয়াদিল্লিঃ শনিবার সকালে কেরলের তিরুবন্তপুরমে (Thiruvananthapuram) দুর্ঘটনা (Accident)। জানা গিয়েছে তিরুবন্তপুরমের আমাইজাঞ্চন খালের খালের থামপনুর অংশ পরিস্কার করতে গিয়ে জলের স্রোতে ভেসে গিয়েছেন এক অস্থায়ী সাফাই কর্মী (Sanitation Worker)। ভারী বৃষ্টিতে খালের জল উপচে গিয়েছিল। সেই সময়ই চলছিল সাফাই অভিযান। জলের স্রোতে ভেসে যান ওই সাফাই কর্মী। ১২ ঘণ্টা কেটে গেলেও তাঁকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে খবর। এই সাফাই কর্মীর নাম জয়। মারায়ামুত্তম বাসিন্দা তিনি। শনিবার সহকর্মীদের সঙ্গে ২০০ মিটার দীর্ঘ খালে নেমেছিলেন। জলের স্রোত বাড়তে শুরু করলে তাঁর সহকর্মীরা কোনওরকমে প্রাণে বাঁচলেও, প্রবল স্রোতে ভেসে যান জয়। তাঁকে উদ্ধারের কাজ চলছে। জানা গিয়েছে,প্লাস্টিক ও কঠিন বর্জ্যে ভরাট এই খাল। ফলে উদ্ধারকার্যে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। মেয়র আর্য রাজেন্দ্রন বলেন, "খালের এই অংশটি পরিস্কার করার জন্য রেলকে বহুবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। টানেলটি কর্পোরেশনের এখতিয়ারে আসে না। আমরা ওই সাফাই কর্মীকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযানে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি"। অন্যদিকে শিভানকুট্টির কথায়, "কর্পোরেশন এবং সরকার টানেল পরিস্কার করতে প্রস্তুত ছিল। কিন্তু রেলের অনুমতি পাওয়া যায়নি। "
Sanitation Worker Swept Away While Cleaning Canal In Thiruvananthapuram https://t.co/EGevVPGaZn
— NDTV (@ndtv) July 14, 2024